বাংলা বিভাগে ফিরে যান

মোদি-শাহ কি শেয়ার বাজারের দালাল? প্রশ্ন অর্থনীতিবিদের

মে 22, 2024 | < 1 min read

দেশে ভোট চলাকালীন প্রথমে অমিত শাহ এবং পরে নরেন্দ্র মোদী কেন কার্যত ‘শেয়ার বাজারের দালালের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তা নিয়ে এ বার রাজ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের মঞ্চ ‘দ্য এডুকেশনিস্টস ফোরাম’ এবং ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ বলে আর একটি সংগঠনের তরফে প্রশ্ন তোলা হল। মোদি সরকারের দাবি, ২০১৪ সালে তারা যখন ক্ষমতায় আসে, তখন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বা সেনসেক্স ছিল ২৫ হাজার। তাদের আমলে সেই সূচক ৭৫ হাজারে পৌঁছেছে।

স্বয়ং নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, এটাও তাঁর সাফল্য।আবার অমিত শাহ বলেছেন, ‘ভোটের সঙ্গে শেয়ারবাজারের ধসকে মিলিয়ে দেওয়া ঠিক নয়। যদি তেমন কথা ওঠে, তাহলে বলব, আগে থেকে শেয়ার কিনে রাখুন। ৪ জুনের পর দর অনেকটা বাড়বে।’ এই দাবিকেই কটাক্ষ-বাণে বিঁধেছেন অর্থনীতিবিদরা। এক সাংবাদিক সম্মেলনে এপ্রসঙ্গে অখিল স্বামী বলেন, ‘কিসের ভিত্তিতে এসব বলেছেন একজন দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রী? তাঁর কথায় যদি সাধারণ মানুষ শেয়ার কিনে রাখেন এবং ৪ জুনের পর তার দর কমে যায়, তাহলে কোন আদালতে তাঁরা বিচার চাইতে যাবেন? এসব কথা তো ব্রোকার বলে থাকে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাতভর ঠাকুর দেখে ক্লান্ত? রইল চাঙ্গা থাকার সহজ কিছু টিপস
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে দেবী দুর্গার আরাধনা নয়, মহিষাসুর বধে চোখের জলে ভাসে এই গ্রাম!
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে সিঁদুর খেলা! বীরভূমের খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারের দুর্গাপুজোয়
FacebookWhatsAppEmailShare