দেশ বিভাগে ফিরে যান

শেয়ার বাজারের দুর্নীতিতে জড়িত মোদী-শাহ! তদন্ত চেয়ে সেবির দ্বারস্থ তৃণমূল

জুন 11, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনকেই বলতে শোনা গেছিল, ৪ জুন শেয়ার বাজারে বড় স্রোত আসবে! কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেছিল সম্পূর্ণ উল্টো ছবি। এই পরিস্থিতি তৈরি হতেই বিরোধীরা বলতে শুরু করেছে, মোদী-শাহ বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।

ফল বেরনোর দিন ৪০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। লগ্নিকারীদের ৩১ লক্ষ কোটি টাকা লোকসান হয়।এই ইস্যুতে এবার সেবি তদন্তের দাবি করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, শেয়ার বাজারের এই টানাপড়েনের ফলে সরাসরি লাভবান হয়ে থাকতে পারেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

আর তেমনটা না হলেও বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনও সংস্থা মুনাফা লাভ করতে পারে। এই বিষয়েরই তদন্ত চাইছে তৃণমূল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare