দেশ বিভাগে ফিরে যান

মোদীর সঙ্গে যোগীর ছবি – নেট মাধ্যমে মিম এর ছড়াছড়ি

নভেম্বর 22, 2021 | < 1 min read

রবিবার একটি হিন্দি ক্যাপশন সহযোগে এই ছবিই টুইটারে পোস্ট করেছিলেন যোগী আদিত্যনাথ। আর এরপরই মিম-উৎসব শুরু হয়ে যায় নেটমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাঁধে হাত দিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি যে আদিত্যনাথকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন, তা প্রধানমন্ত্রীর শরীরি ভাষাতেই স্পষ্ট।

ভোটের দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশে তাই তিনদিনের সফরে উত্তরপ্রদেশে ছিলেন প্রধানমন্ত্রী। সেই সূত্রে মোদীর সঙ্গে তার একান্ত সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেন আদিত্যানাথ।

ওই ছবিতে ‘আদিত্যনাথকে ঠিক কী বলছেন মোদি?’— মূলত এই প্রশ্নকে ঘিরেই রবিবার একের পর এক মিম পোস্ট হতে থাকে সামাজিক মাধ্যমে।

কেউ অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’ ছবির সংলাপ ধার করে লিখেছেন, উত্তরপ্রদেশ এবং লখনউতে সমাজবাদী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি দেখে প্রধানমন্ত্রী আদিত্যনাথকে বলছেন, ‘তুমসে না হো পায়েগা! ইউপি মে তো অখিলেশ হি আয়েগা’।

কেউ বা লিখেছেন — ‘দুনিয়ার জন্য, রাজনীতিতে মাঝে মাঝে এমনও করতে হয়, অনিচ্ছা সত্ত্বেও কাঁধে হাত রেখে কয়েক কদম চলতে হয়।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare