রাজনীতি বিভাগে ফিরে যান

ভোটের ব্যবধানে বিজেপিতে ১১৬ নম্বরে মোদি

জুন 7, 2024 | < 1 min read

নরেন্দ্র মোদি জিতেছেন ঠিকই বারাণসী থেকে কিন্তু উধাও মোদি ম্যাজিক! কংগ্রেসের অজয় রাইকে হারিয়ে বারাণসী লোকসভা আসনে এবারও মোদি জিতেছেন, তবে মাত্র ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে। ২০১৪ সাল থেকে মোদি এই প্রথম এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়লেন।

২০১৯ সালে তিনি যখন এই আসনে জিতেছিলেন তখন তাঁর জয়ের ব্যবধান ছিল ৪.৮ লক্ষ ভোট। নরেন্দ্র মোদির ভোটের হার ৬৩.৬% থেকে কমে হয়েছে ৫৪.২%।৫৪৩ জন এমপি নয়, শুধু বিজেপিতেই মোদির তুলনায় বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ১১৫ জন এমপি। মার্জিনের তালিকায় মোদির স্থান ১১৬ নম্বরে।

প্রথম বারের এমপি অথবা দলে প্রভাবহীন বহু এমপির ব্যবধান সেই তুলনায় অনেক বেশি। বিজেপির কাশি অঞ্চল ইউনিটের সভাপতি দিলীপ সিং প্যাটেল অবশ্য বলছেন, বৈঠক করে বারাণসী আসনে ২০২৪ সালের লোকসভা ফলের খারাপ ভালো দিক সব পর্যালোচনা করা হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare