রাজনীতি বিভাগে ফিরে যান

নতুন সংবিধান আনছে মোদী সরকার

আগস্ট 18, 2023 | < 1 min read

রেল, LIC, এয়ার ইন্ডিয়া বিক্রির পর এবার কিলো দরে ভারতীয় সংবিধানটাই বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার।

কিছুদিন আগে ভারতের সংবিধানের মূল কাঠামো নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ রঞ্জন গগৈ। স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় গলাতেও শোনা যায় একই সুর।

মোদীর উপদেষ্টা বলেন, ‘এই সংবিধান পুরোপুরি পরিবর্তন করে নয়া সংবিধান আনা উচিত’। এই দেশদ্রোহী বক্তব্য নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বিরোধীরা চেপে ধরলে, এই মন্তব্যকে বিবেক দেবরায়ের ব্যক্তিগত বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিএসপি নেত্রী মায়াবতী বলেন, “নতুন সংবিধানের পক্ষে সওয়াল করাটা বিবেক দেবরায়ের এক্তিয়ার বহির্ভূত। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এ বিষয়ে নজর দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা। যাতে ভবিষ্যতে অন্য কেউ এই সব অবান্তর কথা বলার সাহস না পায়।” কিন্তু বিবেক দেবরায় কে মোদীর উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করেনি বিজেপি।

তাহলে কি এই দেশদ্রোহীতায় প্রশ্রয় দিচ্ছেন নরেন্দ্র মোদী স্বয়ং? উঠছে প্রশ্ন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare