রাজনীতি বিভাগে ফিরে যান

মোদির ছবি না থাকলে টাকা বন্ধ শহুরে আবাস যোজনার, জারি ফরমান

জানুয়ারি 8, 2024 | < 1 min read

লোগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি না থাকলে বন্ধ হবে শহুরে এলাকায় গরীব মানুষদের আবাস তৈরি করে দেওয়ার প্রকল্পের টাকা। এই প্রকল্পে রাজ্যগুলিকে অধিক টাকা দিতে হলেও এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মপ্রচারের প্রবণতা নতুন কিছু নয়। বারংবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, মোদির ছবি না লাগালে টাকা বন্ধ করে দেওয়া হবে। যেসকল প্রকল্পে রজ্যদের খরচের ভাগ বেশি, সেখানেও এরকম কথা বলা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা – আর্বানের একটি বাড়ি তৈরি করতে রাজ্যকে দিতে হয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা, কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা এবং উপভক্তাকে দিতে হয় ২৫ হাজার টাকা। রাস্তা, নিকাশি ব্যবস্থা তৈরি করে রাজ্য এবং পুরসভা।

ইতিমধ্যেই দেশজুড়ে গ্রামীণ এলাকায় ১১ লক্ষ বাড়ি তৈরি করার অনুমোদন দিলেও টাকা ছাড়েনি মোদি সরকার। তার মধ্যে কেন্দ্রের এই নয়া ফরমান রাজ্যগুলিকে বিপাকে ফেলার আরেক চেষ্টা মাত্র, মনে করছেন পর্যবেক্ষকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare