বাংলা বিভাগে ফিরে যান

৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী হতে চাইলেন মিঠুন

জুন 2, 2023 | < 1 min read

ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন BJP নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যের বর্তমান অবস্থা দেখে ‘হতাশ’ তিনি। একইসঙ্গে বুদ্ধিজীবীদের তোপ দেগে মিঠুন বলেন, “এখন অনেকের আত্মা বিক্রি হয়ে গিয়েছে।” দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। BJP-র হয়ে প্রচার শুরু করেছেন ‘মহাগুরু’। প্রচারে এসে তিনি বলেন, “দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে পুরো সিস্টেম। যে যে সময় সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে তখন তখন গণআন্দোলন হয়েছে। এই রাজ্যে গণআন্দোলন ছাড়া কিছুই হতে পারে না।”

পাশাপাশি এও জানিয়েছেন তাঁকে যদি ছয় মাসের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দেওয়া হয় তাহলে “পশ্চিমবাংলা আর পশ্চিমবাংলা থাকবে না”। মিঠুন দা মুখ্যমন্ত্রী হলে পশ্চিম বাংলা কি হবে সেটা সময় বলবে। কিন্তু এই বক্তব্যে প্রশ্ন জাগছে দিলীপ-সুকান্ত-শুভেন্দুর পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় কি নতুন নাম সংযোজিত হলো বিজেপিতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare