সাইক্লোন ফেনজ়লের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস!
নভেম্বর 29, 2024 < 1 min read
ঘূর্ণিঝড় ফেঙ্গল ঘনিয়েছে বঙ্গোপসাগরে। আগামী কালই ল্যান্ডফল। অভিমুখ যদিও তামিলনাড়ুর দিকে, তাই সরাসরি ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। কিন্তু, কড়া শীত পড়ার মুখে কাঁটা হতে পারে এই ঘূর্ণিঝড়। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।আইএমডি তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার তামিলনাড়ু-পন্ডিচেরি উপকূলে মহাবলীপুরম এবং কারাইকলের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়টি। তবে সেই সময় সেটি শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার। মাঝারি বৃষ্টি হতে পারে পন্ডিচেরি এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশেও।শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago