বিশ্বকাপের আগে ফের ভারতে মেসি ও আর্জেন্টিনা
মার্চ 27, 2025 < 1 min read

ভারতীয় ফুটবল ভক্তদের জন্য একটি দারুণ সুখবর এসেছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে ভারতে আসতে চলেছেন। ২০২৫ সালে আর্জেন্টিনা দল ভারতে একটি ম্যাচ খেলতে আসবে। মেসি শেষবার ২০১১ সালে ভারত সফর করেছিলেন। ১৪ বছর পর এই ফুটবল কিংবদন্তি আবার ভারতের মাটিতে পা রাখবেন। এই খবরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলতি বছর অক্টোবরে কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন মেসি সঙ্গে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। কেবল তাই নয়, তাঁর সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে। কেরল সরকারের পক্ষ থেকে আগেই এই বিষয়ে বলা হয়েছিল, তবে বিশ্ব চ্যাম্পিয়ন দল বলে কথা, তাদের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া গেলে কোনও কিছুই যে নিশ্চিত নয়। অবশেষে সেই ঘোষণায় সিলমোহর পড়ল। এইচএসবিসি ইন্ডিয়া আর্জেন্টিনার দলের ভারতে আসার অফিসিয়াল পার্টনার হয়েছে।
সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে যে, অক্টোবরে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে সদলবলে আসছেন লিয়ো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং এইচএসবিসির হাতে হাত মিলিয়েছে এক বছরের চুক্তিতে। ২০২৫ সালের প্রতিযোগিতামূলক মরসুমকে কভার করা হবে। তা চলবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত। ভারত ও সিঙ্গাপুর কভার হবে এই পার্টনারশিপে।২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে কলকাতায় এসেছিলেন মেসি। সেই সময়ে যুবভারতীতে মেসিরা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিলেন। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ জিতেছিল ৭০ হাজার দর্শকের সামনে। সেবার মাঠেও নেমেছিলেন লিও।



