প্রতিমা বিসর্জন নিয়ে প্রস্তুতি শুরু
মা আসতে আর মাত্র ১ মাসের কিছু বেশি সময় বাকি। পুজো সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।
প্রতি বছর বিসর্জনের সময় কোনো না কোনো সমস্যা দেখা যায়। তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। ২৪ অক্টোবর বিজয়া দশমী, তারপর আরও দু’দিন প্রতিমা বিসর্জন করা যাবে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফে।
এই নিয়ে প্রশাসনের তরফে ডাকা প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ।
এবার বেশ কিছু বিশেষ বন্দোবস্ত:
- উত্তর থেকে দক্ষিণ কলকাতার যতগুলি ঘাটে প্রতিমা বিসর্জন হয় সেগুলির সংস্কারের দায়িত্বে থাকবে কলকাতা পুরসভা।
- নদীপথে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
- বিশেষ নজরদারি চালানো হবে খিদিরপুরের দইঘাট, বাবুঘাট, আহিরিটোলা ঘাট, বাজেকদমতলা ঘাটের মতো বড় ঘাটগুলিতে।
- কলকাতা পুলিশের পাশাপাশি, বন্দর কর্তৃপক্ষও ৫০টি লাইফবোট নামাবে গঙ্গায়।
- গঙ্গা দূষণ ঠেকাতে, প্রতিমা বিসর্জনের সাথে সাথেই তুলে নেওয়ার জন্য প্রতি ঘাটে থাকবে অতিরিক্ত ক্রেনের ব্যবস্থা।