বাংলা বিভাগে ফিরে যান

পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালো লকেট – রীতেশ সাক্ষাৎ

ফেব্রুয়ারি 15, 2022 | < 1 min read

সোমবার রাজ্যের চার পুরনিগমের নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি-র। আর এই দিনেই গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিল্লিতে বঙ্গ বিজেপি-র সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দল থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া রীতেশ তিওয়ারি।

সোমবারই পুরনিগমের ফল নিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি-কে তুলোধনা করেছেন বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, যে নেতাদের জন্য বঙ্গ বিজেপি ভাল ফল করেছিল, এখন তাদের একঘর করে রাখা হচ্ছে। অসহায় মজুমদার, টুইটার মালব্য, আপনারা বসে ঠিক করুন কারা এই হারের দায় নিয়ে পদত্যাগ করবেন। শুধু শুধু হাই কোর্ট, আর রাজভবন দেখিয়ে পার পাবেন না।’’


উল্লেখ্য, গত সপ্তাহে বুধবারই উত্তরাখণ্ডে গিয়ে লকেটের সঙ্গে দেখা করে বৈঠক করেছিলেন পদ্ম-শিবিরের অন্দরে ‘বিদ্রোহী’দের নেতা তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তারপর আজকের এই ভরাডুবির পর লকেটের সঙ্গে রীতেশের সাক্ষাৎ নিয়ে গেরুয়া শিবিরে জল্পনা তৈরি হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare