দেশ বিভাগে ফিরে যান

এবার মিডিয়াকেও নিয়ন্ত্রণ করবে বিজেপি সরকার

এপ্রিল 28, 2022 | < 1 min read

মিডিয়ায় সরকারি নিয়ন্ত্রণ – এতদিন কথাটা কানাঘুষো শোনা গেলেও এবার তা সত্যে পর্যবসিত হল। টিভি চ্যানেলগুলিকে কীভাবে সংবাদ প্রদর্শন করতে হবে, সেই সংক্রান্ত ‘ফতোয়া’ দিয়ে কেন্দ্র জানিয়েছে, যে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাদের সমালোচনা করা যাবে না। দেশের অন্দরে এবং বাইরে, দেশের সম্পর্কে কোনও নেতিবাচক বার্তা যাওয়াও বাঞ্ছনীয় নয়। এই বিষয়গুলি মাথায় রেখে টিভি চ্যানেলগুলিকে সংবাদ প্রদর্শন করতে হবে।


কোনওরকম প্ররোচনামূলক কথা, উত্তেজনা ছড়ায় এরকম প্রতিপাদ্য, ছবি, ভিডিও প্রদর্শন নিষেধ। রীতিমতো পয়েন্ট তুলে ধরে সংবাদ, আলোচনা, প্যানেল ডিসকাশন অথবা ভিডিও ফুটেজ কীভাবে দেখানো চলবে অথবা চলবে না, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ডিসকাশনে আসা বক্তা অথবা সঞ্চালকের ভাষাও সংযত হতে হবে। এই সার্কুলারে দেওয়া নির্দেশের অন্যথা হলে আইনি ব্যবস্থা নেবে সরকার। নির্দেশিকা সামনে আসতেই বিতর্ক চরমে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare