রাজনীতি বিভাগে ফিরে যান

বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক মতুয়াদের

ফেব্রুয়ারি 19, 2024 | < 1 min read

বর্ধমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা কমিটি একটি সাংবাদিক বৈঠক করেন। ওই সাংবাদিক বৈঠকে আধার কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে কেন্দ্রের আচরণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করা হয়। সংগঠনের জেলা সভাপতি সুপ্রভাত গাইন বলেন, ‘অনেক আশা নিয়ে মতুয়ারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন।

কিন্তু মতুয়াদের জন্য কিছু করেননি। মতুয়াদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। ধোঁকা দিয়েছেন।এখনও পর্যন্ত প্রায় ৩০০ ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।মাঝে মাঝেই কেন্দ্রের মন্ত্রীরা আসছেন আর এনআরসি করার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় আধার কার্ড নিষ্ক্রিয় করার বিষয়টি রীতিমতো শঙ্কিত করেছে।

আধার কার্ড নিষ্ক্রিয় করায় চরম সমস্যার মধ্যে পড়েছেন মতুয়ারা। বন্ধ হয়ে গেছে রেশন। যেহেতু সব কিছুই এখন আধারকেন্দ্রিক, তাই সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হচ্ছে।’ এই বিষয়ে তাই জেলায় জেলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে মতুয়ারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare