খবর বিভাগে ফিরে যান

নাগের বাজারের অগ্নিকাণ্ড

জুলাই 12, 2024 | < 1 min read

ফের অগ্নিকান্ড কলকাতায়। নাগের বাজারে যশোর রোডের উপর গেঞ্জি কারখানায় শুক্রবার ভোর সাড়ে ৩টের পর আগুন লাগে। ঘটনাস্থলে এখনও কাজ করছে দমকলের ২০টি ইঞ্জিন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

কারখানার একটি টিনের শেড ভেঙে পড়েছে যা সরানো না গেলে আগুন নিয়ন্ত্রণে আন্তে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। সেখানে নাকি একটি গোডাউনও ছিল। কী কারণে আগুন, তা-ও এখনই বলা যাচ্ছে না। আগুনে কারখানার বড় অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল বলেই মনে করা হচ্ছে।

এক মাসের ব্যবধানে শহরের ৫ জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর প্রতিটি ঘটনাতেই ঘটনাস্থলে যথাযথ অগ্নি-নিরোধক ব্যবস্থা ছিল না বলে জানাচ্ছে দমকল। ক্যামাক স্ট্রিটের বন্ধ রেস্তরাঁ, কসবার অ্যাক্রোপলিস মল, বড়বাজারের মেহতা বিল্ডিং এবং ধাপায় মোবিলের গুদাম আর আজ নাগের বাজারে।

বারবার কেন এরকম ঘটনা সেই প্রশ্নের উত্তরে দমকল মন্ত্রী জানিয়েছেন, গত কয়েক মাসে কলকাতায় যে সমস্ত অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা প্রতিটির ক্ষেত্রেই তদন্ত করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare