বিনামূল্যে চিকিৎসা করাতে উপচে পড়া ভিড় স্বাস্থ্যশিবিরে,নজির গড়ল অভিষেকের ‘সেবাশ্রয়’
জানুয়ারি 4, 2025 < 1 min read
বিনামূল্যে স্বাস্থ্যশিবির ‘সেবাশ্রয়’-এর সূচনা হয়েছে বৃহস্পতিবার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ লোকসভা কেন্দ্রেই প্রথম এর উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ১১ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। তবে শুধু এই এলাকাতেই এই শিবির সীমাবদ্ধ থাকছে না। কবে, কোথায় কোথায় হবে, সেই ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা।
ডায়মন্ড হারবারের পর আরও ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও এই ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বাস্থ্যশিবির চালু হবে বলে জানিয়েছেন অভিষেক। কর্মসূচির প্রথম দু’দিন মিলিয়ে ১৩ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই সেবাকেন্দ্রে। যেখানে মহিলা ও প্রবীণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার ‘সেবাশ্রয়’-এ উপস্থিত হয়েছিলেন ৫৬৮৯ জন। আর শুক্রবার এসেছিলেন ৬৯৪৫ জন।
দু’দিন মিলিয়ে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৭৬৫২ জনের। শারীরিক পরীক্ষার পর ওষুধ প্রদান করা হয়েছে ৬৫৪২ জনকে। রেফার করা হয়েছে ৪১৭ জনকে। প্রথম দু’দিনের কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জীবনযাত্রায় পরিবর্তনের ক্ষেত্রে মাত্র দু’দিনের মধ্যে সেবাশ্রয় কর্মসূচি একটি বাস্তব পার্থক্য তৈরি করেছে। এই উদ্যোগটিকে সমর্থন করার জন্য ডায়মন্ডবারবারবাসীকে ধন্যবাদ জানাই। আসুন, আমরা সকলে হাতে হাত মিলিয়ে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাই।