দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটর বসায়নি বহু রাজ্য

জানুয়ারি 14, 2022 | < 1 min read

করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে ৫০ হাজারের বেশি ভেন্টিলেটর পাঠিয়েছিল কেন্দ্র।
অথচ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তামিলনাডু, গুজরাট ও দিল্লিতে এখনও ১৬০০-র বেশি ভেন্টিলেটর বসানোই হয়নি। এদিকে করোনা সংক্রমণ ফের দাবানলের মতন ছড়াতে শুরু করেছে।


স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে বলছে, সব মিলিয়ে রাজ্যগুলিতে ১৬০০-এর বেশি ভেন্টিলেটর পড়ে রয়েছে, যেগুলো এখনও হাসপাতালে বসানো হয়নি। এর মধ্যে তেলেঙ্গানায় ৫৩৪টি, উত্তরপ্রদেশে ৬৩৬টি আর তামিলনাড়ুতে ২১০টি ভেন্টিলেটর বসানো হয়নি।


এমনকি কোন হাসপাতালে বসানো হবে সেই তথ্যও দেওয়া হয়নি। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কেন এখনও এই ভেন্টিলেটরগুলি ইনস্টল হয়নি তার কোন উত্তর রাজ্যগুলির কাছে নেই। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রশ্ন, কেন্দ্র কেন এই বিষয়ে অনেক আগে থেকেই পদক্ষেপ নিলো না?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare