দেশ বিভাগে ফিরে যান

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক নেই গ্যাসের, ভর্তুকি পেতে সমস্যায় বহু গ্রাহক

অক্টোবর 29, 2024 | < 1 min read

এখন রান্নার গ্যাস সিলিন্ডারে নামমাত্র ভর্তুকি দেয় কেন্দ্র। তার উপর সেই টাকাও নিয়মিত বহু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না। সূত্রের খবর, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তাঁদের অজান্তে কোনও না কোনও কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে আটকে যাচ্ছে ভর্তুকি। সূত্র বলছে, গত এক বছর ধরে কোন কোন গ্রাহকের ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, তার বিস্তারিত তালিকা তেল সংস্থাগুলির হাতে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এর মোট অঙ্ক বেশ কয়েক কোটি টাকা।

মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন ওই গ্রাহকদের কেওয়াইসি দ্রুত জমা বা সংশোধন করা হয়। পাশাপাশি এও জানানো হয়েছে যদি কোনও গ্রাহক ভর্তুকি নিতে না চান তাহলে তা যেন লিখিতভাবে জানিয়ে দেন। এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। কলকাতা ও তার সংলগ্ন সাধারণ গ্রাহকেরা সিলিন্ডার প্রতি ১৯.৫৭ টাকা ভর্তুকি পান। জেলার দিকে তাকালে দেখা যাবে কোথাও এই ভর্তুকি ৪ টাকা আবার কোথাও ১০ টাকা।জিনিসপত্রের চড়া দামে নাস্তানাবুদ সাধারণ এবং স্বল্প আয়ের বড় সংখ্যক মানুষ। যদি এটুকুও না পান তাহলে তা হতাশাজনক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঠে ফিরেই বাজিমাত, কামব্যাকে ৪ উইকেট সামির
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare