বাংলা বিভাগে ফিরে যান

ইন্ডিয়া ক্ষমতায় এলে আপনাদের সব কেসের বিচার হবে: কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

জুলাই 31, 2023 | 2 min read

আজ মণিপুর ইস্যু নিয়ে বাংলা বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রথম কোন রাজ্যের বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব এসেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে বিরোধীরা হৈহট্টগোল শুরু করে।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আমরা মণিপুরের পাশে আছি, শান্তি আমরা ফেরাবই
আমি ভেবেছিলাম মণিপুর একটা জ্বলন্ত উদাহরণ, এই বিষয় নিয়ে কংক্রিট আলোচনা হবে
আমি আশা করেছিলাম মা বোনেদের স্বার্থে সবাই এই বিষয় সমর্থন করবেন
কিন্তু, অনেক ঘটনা ফেক নিউজ বলে সরকার চালিয়ে দিয়েছে
বাংলাকে সারাক্ষণ গালাগালি দিচ্ছে
১৬০টির ওপর টিম পাঠিয়েছে বাংলায়, অথচ মণিপুর নিয়ে কোন কথা বলেননি প্রধানমন্ত্রী, উনি ব্যর্থ
সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত
প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন, মণিপুরে যেতে পারেন না
শান্তি এবং আলোচনার মধ্যে দিয়ে সবকিছু সম্ভব হয়। 
মোদী জি না পারলে আমাদের দায়িত্ব দিন
আর নেই দরকার বিজেপির সরকার
ইন্ডিয়া ক্ষমতায় এলে আপনাদের প্রতিটি কেসের বিচার হবে
একটা কুকুর ঘেউ ঘেউ করলেই সেন্ট্রাল কমিশন পাঠিয়ে দিচ্ছে, একটা ইদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন
বিজেপি ইজ ফর এজেন্সি
আমি তো মাত্র ১টি টিম পাঠিয়েছি, তাঁরা মানুষের সঙ্গে কথা বলেছেন
মণিপুরকে রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। 
ভাঙড় নিয়ে এতো আলোচনা হয়, একদিন মণিপুর নিয়ে আলোচনা করুন
বাংলার অনেক ক্ষতি করছেন, টাকা দিচ্ছে না
প্রতিদিন বাংলার সংস্কৃতি কে অপমান করেছেন
মণিপুর খুব সংবেদনশীল বিষয়, আমরা এমন কোন কথা বলবো না যাতে দাঙ্গার পরিস্থিতি হয়
আমি আইন শৃখলার বিষয়টা বুঝি, আমি চিঠি দিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে, কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি
আমাকে অনেক সংগঠন চিঠি দিয়েছে মণিপুরে যাওয়ার জন্য
শুধুমাত্র এই বাংলায় না অন্যান্য রাজ্যও, মণিপুর ইস্যুতে আপনারা সরব হোন, নিজেদের বিধানসভায় আলোচনা করুন
আমি আবেদন করব আপনারাও নিন্দা প্রস্তাব গ্রহণ করুন, এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করুন মণিপুর নিয়ে যাতে তিনি ব্যবস্থা নেন

উল্লেখ্য, গত শনিবার ইন্ডিয়া জোটের ২১ জনের এক প্রতিনিধি দল মণিপুর গিয়েছিলো। সেখানে গিয়ে তারা বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। গতকাল তারা রাজ্যপালকেও একটি স্মারকলিপি জমা দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোদীর সরকার কোনও ব্যবস্থা নিতে পারেনি।

গতকাল (রবিবার, ৩০ জুলাই, ২০২৩) সন্ধ্যায় টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘মণিপুরের হৃদয় বিদারক কাহিনী শুনে আমার হৃদয় ব্যথিত। মনুষ্য জীবনে ঘৃণার নির্মম অভিজ্ঞতার যন্ত্রণা সহ্য করা কখনওই উচিত নয়।’’ তিনি আরও লিখেছেন, ‘‘ক্ষত সারিয়ে মানবতার শিখা জ্বালাবে ‘ইন্ডিয়া’।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare