NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, এ জিনিস বরদাস্ত করব না: মমতা বন্দ্যোপাধ্যায়

নভেম্বর 22, 2024 < 1 min read

ঊর্ধ্বমুখী আলুর দাম। আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, আর আমি চাষিদের জন্য ইনসুরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।’ দাম বাড়ার নেপথ্যে ‘মিডলম্যান’-দের ভূমিকা রয়েছে, স্পষ্ট করেছেন মমতা।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম রাজ্যের যা প্রয়োজন তা রাখার পর, নতুন আলু যতক্ষণ না উঠেছে ততক্ষণ আলু বাইরের রাজ্যে যাবে না। এখন দেখছি ওরা আলু এক্সপোর্ট করছে। নিয়মিত নজর রাখা প্রয়োজন। রাজ্যের প্রয়োজন মিটিয়ে বাইরে বিক্রি করলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করবে আর আমাদের সরকার আলু চাষিদের জন্য ইনসুরেন্স করবে, তা হতে পারে না।’ চাষিরা এই ঘটনায় যুক্ত না থাকলেও কিছু মিডলম্যান এক্ষেত্রে সক্রিয় বলে জানান তিনি।

কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান পদ থেকে ওঙ্কার সিং মিনাকে সরিয়ে তাঁর বদলে আনা হলো বেচারাম মান্নাকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পেঁয়াজও বাইরে যাবে না। আগে বাংলার মানুষের প্রয়োজন মেটাতে হবে। আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে সমস্ত পদক্ষেপ করতে হবে বলে জানান তিনি।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

কন্যাশ্রী নিয়ে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের

FacebookWhatsAppEmailShare

বাবরি ধ্বংসের দিন সংহতি দিবস পালন তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

নেতাজি অন্তর্ধান রহস্য, তদন্তের আর্জি খারিজ

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...