বাংলা বিভাগে ফিরে যান

সংবিধান বাঁচানোর লড়াইয়ে মমতার হাত শক্ত করতে হবে : যোগেন্দ্র যাদব

ফেব্রুয়ারি 5, 2024 | < 1 min read

সংবিধান বাঁচাতে লোকসভার লড়াইয়ে মমতার হাত শক্ত করার ডাক যোগেন্দ্র যাদবের

বাংলাকে বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই ধরনা মঞ্চে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াই বললেন সমাজকর্মী তথা প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব। স্বরাজ আভিযান পার্টির নেতা যোগেন্দ্র যাদব বলেন ‘‘বাংলা ছাড়া দেশ ভাবা যায় না । বাংলা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে । আমি দিদিকে বলতে চাই, যে লড়াই আপনি করছেন, সেটা শুধু বাংলা নয়, গোটা দেশের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। 100 দিনে কাজ করেও মানুষ টাকা পায়নি । এখানকার একজন মহিলা 90 দিন করে তিন বছর কাজ করেছেন । সবমিলিয়ে ওঁর 54 হাজার টাকা বাকি । কেন্দ্রীয় সরকার সেটা দেয়নি । মোদিজি আপনাকে বলতে চাই, গরিবের পেটে লাথি মেরে কেউ ক্ষমতায় থাকে না । গরিবের অভিশাপ লাগে। 2021 সালে আপনারা লড়াই করেছেন রাজ্য জয়ের লক্ষ্য নিয়ে । সেবার হেরে গিয়েছেন । বৈধ পথ দিয়ে আবার চেষ্টা করুন । পিছনের দরজা দিয়ে সরকার চালানোর চেষ্টা চালাচ্ছেন কেন ? পরবর্তী ভোটের জন্য অপেক্ষা করুন।ইডি মানে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট । ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা হচ্ছে।তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন, তা এই দেশকে, এই দেশের সংবিধানকে রক্ষা করার লড়াই । সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে । সারা দেশে এই লড়াই ছড়িয়ে দিতে হবে । এবার লোকসভার লড়াই শুধু দেশের সরকার গঠন নয়, দেশের সংবিধান বাঁচানোর লড়াই । আর এই লড়াইয়ে মমতার হাত শক্ত করতে হবে।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare