ওয়াকফ নিয়ে আবার সুর চড়ালেন মমতা, করলেন সংখ্যালঘুদের পাশে থাকার অঙ্গীকার
এপ্রিল 9, 2025 < 1 min read

আজ (বুধবার) নেতাজি ইনডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তৃতা দেওয়ার সময়ই ওয়াকফ প্রসঙ্গ তোলেন তিনি।
জৈন সম্প্রদায়ের এই অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সম্পত্তির নেওয়ার অধিকার কারও নেই। বাংলায় বিভাজনের রাজনীতি হবে না। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে। বাংলায় এমনটা হবে না। সংখ্যালঘুদের বলছি, আপনাদের ওয়াকফ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে আপনাদের। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের প্রপার্টি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না। একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে।”
মমতা আরও বলেন, “আমি কেন সর্বধর্মের অনুষ্ঠানে যাই? আমায় প্রশ্ন করে অনেকে। কিন্তু আমি যাবোই সব জায়গায়। আমাকে গুলি করলেও আমি একতার পক্ষে। এটাই আমাদের একতা। যে যাই বলুক আমি যাবো।”
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে তিনি রেলমন্ত্রী থাকাকালীন আজমের থেকে পুষ্করের রেলপথ তৈরি করেছিলেন এবং যেকোনো বড় ধর্মীয় স্থানে স্টেশন গড়েছিলেন সংশ্লিষ্ট পীঠস্থানের আদলে। ১৪ তারিখ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের কথাও মনে করান তিনি।
সংসদের ভেতরে-বাইরে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসকদল বারংবার জানিয়েছে যে তাঁরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার পক্ষে।



