ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
নভেম্বর 28, 2024 2 min read
ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবেই আলোচনা করেনি । বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন কেন্দ্রের আনা ওয়াকফ বিল রাজ্যকে জানিয়ে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।
এরই জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে কোনও আলোচনা হয়নি।”মুখ্যমন্ত্রীর কথায়, “ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি ব্রিটিশ আমল থেকে চলে আসছে । আমরা এগুলি তৈরি করিনি । মূল আইনটি ১৯৩৫ সালের। তবে কেন্দ্রীয় সরকার ১৯৯৫ সালের আইন সংশোধন করার জন্য গত ৮ অগস্ট লোকসভায় একটি সংশোধনী বিল নিয়ে এসেছে। তা যদি আইনে পরিণত হয় তাহলে দেশের ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে । এটা আমাদের অভিমত।”
তিনি আরও বলেন, “ওয়াকফ বিল নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ২০২৪ সালে যে সংশোধনী আনা হচ্ছে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা দরকার ছিল । কারণ, কেন্দ্রে যেমন ওয়াকফ বোর্ড আছে, একইভাবে রাজ্যেও ওয়াকফ বোর্ড আছে। আর সবটাই কোয়াসি জুডিশিয়াল বডি। আমরা সংবাদমাধ্যম থেকে জেনেছি বিষয়টা।”এই নিয়ে তৃণমূল সরকার কোনও সমস্যা কখনও তৈরি করেনি বলে উল্লেখ করে মমতা আরও বলেন, ‘ওয়াকফ প্রপার্টিতে আমরা ইন্টারফেয়ার করি না।
আমাদের সময় কোনও ওয়াকফ প্রপার্টি দখল করা হয়নি, যা হওয়ার তা আগেই হয়েছে। কিন্তু মুসলিমদের কোনও অধিকার কেড়ে নেওয়াকেই আমি সমর্থন করতে পারি না।’ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরও এদিন বিধানসভায় জানতে চান, এই বিলটি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আলোচনা করা হয়েছে কিনা? সে উত্তরেও মুখ্যমন্ত্রী জানান, এটা দলের পলিসি ডিসিশন। এখানে তিনি বিষয়টা জানাবেন না। অন্য রাজনৈতিক দলগুলো কে কী করবে, সেটা তাদের ব্যাপার। তবে মুখ্যমন্ত্রী জানান, এই বিল নিয়ে সংসদে তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছে।