বাংলা বিভাগে ফিরে যান

অধীরের বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার ইঙ্গিত মমতার

জানুয়ারি 20, 2024 | < 1 min read

আগেই ঘোষণা করেছিলেন সিপিএমের সঙ্গে জোট নয়,এবার বাংলায় কংগ্রেসের সঙ্গেও ‘হাত’ না মেলাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বৈঠকে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন।

আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা পর্ব চলছে বিরোধী মহাজোটে। তার মধ্যেই এদিন মুর্শিদাবাদের নেতাদের নিয়ে কালীঘাটে সাংগঠনিক বৈঠক করেন মমতা। সেখানেই তিনি ওই জেলার তিনটি লোকসভা আসন ধরে বাংলার ৪২টি কেন্দ্রেই একক লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন। অর্থাৎ, অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী দেবে তৃণমূল।

INDIA জোটের বৈঠকে তিনি বারবার বলেছেন বাংলায় বিজেপিকে রুখতে তৃণমূল একাই যথেষ্ট। রাজ্যে মাত্র দু’জন সাংসদ কংগ্রেসের। শেষ সবক’টি নির্বাচনে তাদের ফলাফল মোটেই ভালো নয়। জানা গিয়েছে, সেই সূত্র ধরেই বাংলায় সব আসনে প্রার্থী দিতে চাইছেন তৃণমূলনেত্রী। তবে শেষ পর্যন্ত তৃণমূল কতটা অনড় থাকবেন, সে ব্যাপারে প্রশ্ন থেকে যাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
‘‌দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’‌, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
FacebookWhatsAppEmailShare