বাংলা বিভাগে ফিরে যান

ভারতীয় দণ্ডবিধির নতুন খসড়াকে তীব্র সমালোচনা মমতার

অক্টোবর 11, 2023 | < 1 min read

ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং এভিডেন্স অ্যাক্টের নতুন খসড়া নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারকে তীব্র সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রতিবাদ করেছেন মমতা।

তিনি লিখেছেন, “ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনের প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি খসড়াগুলি পড়েছি। স্তম্ভিত হয়েছি যে এই প্রচেষ্টার মাধ্যমে নীরবে অত্যন্ত কঠোর নাগরিক বিরোধী বিধান প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে। আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল; এখন, এই বিধানগুলি প্রত্যাহারের নামে, তারা প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা প্রবর্তন করছে, যা নাগরিকদের আরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

বর্তমান আইনগুলি কেবল আকারে নয়, আত্মাও ঔপনিবেশিকতামুক্ত হওয়া উচিত। ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে গণতান্ত্রিক অবদানের জন্য এই খসড়াগুলি গুরুত্ব সহকারে অধ্যয়ন করার জন্য দেশের আইনবিদ এবং জনসাধারণ কর্মীদের অনুরোধ করুন। সংসদে আমার সহকর্মীরা স্থায়ী কমিটিতে এই বিষয়গুলো উত্থাপন করবেন যখন এগুলো নিয়ে আলোচনা হবে। অভিজ্ঞতার আলোকে আইনের উন্নতি করা দরকার, কিন্তু ঔপনিবেশিক কর্তৃত্ববাদকে দিল্লিতে পিছনের দরজায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।”

৩০২ ধারায় খুন বা ৪২০ ধারায় প্রতারণা, ৩৭৬ ধারায় ধর্ষণ সহ একাধিক এরকম আইনি ধারার বদল হতে পারে এই নতুন খসড়ার মাধ্যমে। এই বিল পাশ হলে দীর্ঘদিনের পুরনো ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড সম্পূর্ণ রূপ বদল হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare