বাংলা বিভাগে ফিরে যান

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা’, মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার

আগস্ট 22, 2024 | < 1 min read

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখার কুকথা নিয়ে সরব হয়ে উঠল রাজ্য রাজনীতি। একটি ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘রেট’ বেঁধে দিচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক। আর সেজন্য বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

সেইসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট নির্ধারণ করে দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। সেই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপির লিঙ্গ বৈষম্যের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। যাঁরা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদর্শন করতে পারেন না, তাঁদের নারী সুরক্ষা নিয়ে জ্ঞান দেওয়ার কোনও অধিকার নেই।’ এ ধরনের কুরুচিকর কথা রাজনীতির পরিসরকে কলুসিত করছে বলেই মনে করছেন রাজনীতি পর্যবেক্ষকেরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare