মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ পদক্ষেপ
কৃষিপণ্যের দাম ক্রমশ বাড়ছে, তা রুখতে আজ নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়:
- কাঁচা সব্জির দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ।”
- মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছে পেঁয়াজ কিনতে বলেন তিনি কারণ সব্জির দাম বাড়লেও কৃষকেরা কিছু পাচ্ছেন না। মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা।
- পুলিশকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ
- যতদিন দাম না কমে, ততদিন টাস্ক ফোর্সকে বৈঠকে বসতে হবে। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।
- বড় ব্যবসায়ীরা হিমঘরে আলু আটকে রাখছেন
- আলু কিংবা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি নিয়ে তার নির্দেশ আগে আমাদের রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।প্রয়োজনে রাজ্যের সীমানায় নজরদারি করুন।