হেমন্তের শপথে রাঁচি যাচ্ছেন মমতা
নভেম্বর 26, 2024 < 1 min read
বরাবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সম্পর্ক খুব ভালো। বাংলার প্রতিবেশী রাজ্যের নির্বাচনে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ভালো ফল করার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে শুভেচ্ছা জানান। এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সফরে যাবেন তিনি৷দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঝটিকা সফরে রাঁচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতির জন্য খোদ ফোন করে আমন্ত্রণ জানান হেমন্ত সোরেন। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের সময় রাঁচিতে অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ৷ দলীয় সূত্রে খবর, এদিন সকালে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷
অনুষ্ঠান শেষে এদিন বিকেলে ফের কলকাতায় ফিরবেন তিনি।মুখ্যমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেখানে বাংলার উপনির্বাচনে ৬টির মধ্যে ৬টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে সদ্য মহারাষ্ট্রে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। ১০২টি আসনে লড়ে হাত শিবির জয় পেয়েছে মাত্র ১৬টিতে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের অন্যতম নেতা হেমন্তর শপথে মমতা উপস্থিতি যেন তাঁকেই নতুন করে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরবে।
5 days ago
5 days ago
5 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -5 days ago
5 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -