NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

আম্বেদকর ইস্যুতে পথে নামার ডাক মমতা বন্দোপাধ্যায়ের

ডিসেম্বর 21, 2024 < 1 min read

বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য তোলপাড় সংসদ। বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন শাহী-মন্তব্যে তিনি ‘স্তম্ভিত’। এই ইস্যুতে এবার প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী। শুক্রবার নিজের সোস্যাল মিডিয়ায় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন মমতা ব্য়ানার্জি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন ৷

তাঁর নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর, সোমবার দুপুর ২টো-৩টে পর্যন্ত আম্বেদকর ইস্যুতে রাজপথে নামবে বাংলার শাসক দল ৷ ওইদিন রাজ্যের প্রত্যেক ব্লকে, প্রত্যেক ওয়ার্ডে এই নিয়ে কর্মসূচি পালন করবে তৃণমূল ৷ এদিন সোশাল মিডিয়ায় করা পোস্টে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না ! এই জাতিবিদ্বেষী বিজেপিকে ধিক্কার !’’ এর পর মমতা লিখেছেন, ‘‘বিজেপি পরিকল্পিতভাবে আমাদের সাংবিধানিক নীতিগুলিকে ধ্বংস করে চলেছে, আমাদের গণতন্ত্রকে সংজ্ঞায়িত করে এমন মূল্যবোধগুলি এবং একটি জাতি হিসাবে আমাদের নীতিগুলিকে ছিন্নভিন্ন করে চলেছে ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, অমিত শাহ যে মন্তব্য করেছে আম্বেদকর সম্বন্ধে তা থেকে সংবিধান রচয়িতার প্রতি বিজেপির অসহিষ্ণু মনোভাব সামনে চলে এসেছে ৷

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’!

FacebookWhatsAppEmailShare

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

FacebookWhatsAppEmailShare

একাধিক কর্মসূচি নিয়ে পথে মহিলা তৃণমূল কংগ্রেস

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...