নির্বাচনে স্টেট ফান্ডিং-এর পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ 5, 2024 < 1 min read
নির্বাচনে স্টেট ফান্ডিং-এর পক্ষে ফের একবার সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যদি ভোটে স্টেট ফান্ডিং সম্ভব হয় তবে এদেশে নয় কেন ? তাহলে মানুষের থেকে ভোটের জন্য টাকা নিতে হবে না।’
সম্প্রতি এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, এই ধরনের বন্ড নেওয়া আসলে দুর্নীতিকেই প্রশয় দেওয়া।প্রার্থীর খরচ-খরচা ও অন্যান্য প্রচার সংক্রান্ত ব্যয় যদি সরকার বহন করে তবে তা হবে অনেকটাই স্বচ্ছ। একে স্টেট ফান্ডিং বলা হয়। সেই স্টেট ফান্ডিং চালু করার জন্য সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি অভিযোগ করেন ইডি এবং সিবিআই দলের নেতাদের গ্রেফতার করে তাদের থেকে টাকা নিচ্ছে। সেই টাকা নির্বাচনে খাটছে।
এদিন তিনি বলেন, ‘এটা আরেকটা খেলা। এটা কি? গ্রেফতারের পর সিজার লিস্ট দেওয়া হচ্ছে না। অপরাধী বছরের পর বছর জেলে থাকলেও তার কি অপরাধ তিনি জানতে পারছেন না। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...