দেশ বিভাগে ফিরে যান

কৃষকদের পাশে মমতা

ফেব্রুয়ারি 15, 2024 | < 1 min read

কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের মোদী সরকারকে সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সাধারণ অধিকারের জন্য লড়াই করায় কৃষকদের ওপরে যখন কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, তখন কী ভাবে আমাদের দেশ এগোবে? আমাদের কৃষকদের ওপরে বিজেপির নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।

কৃষক ও শ্রমিকদের সমর্থন করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বিকশিত ভারতের ভ্রম প্রকাশিত হয়ে গিয়েছে। তাঁদের প্রতিবাদকে দমন করার পরিবর্তে, বিজেপিকে অবশ্যই স্ফীত অহংকার, ক্ষমতার ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে যা আমাদের জাতির ক্ষতি করেছে। মনে রাখবেন, এই কৃষকরাই আমাদের সকলকে টিকিয়ে রাখেন।

আসুন সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়াই।’ এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পাঞ্জাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁর পাঞ্জাবে যাওয়ার কথা। আপ নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্দোলনরত কৃষকনেতাদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানা গিয়েছে। কৃষকদের আন্দোলনের পাশে বরাবরই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare