রাজনীতি বিভাগে ফিরে যান

ইজরায়েল নিয়ে কি মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী?

অক্টোবর 13, 2023 | < 1 min read

প্রথম দফার উদ্ধার অভিযানে ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যাদের মধ্যে ৫৩ জন এই রাজ্যের বাসিন্দা। সেই ৫৩ জন যাতে কোনও রকম সমস্যা ছাড়াই বাংলায় ফিরতে পারেন, সে জন্য পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনে সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বলেছি, ফেরত আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্য়ের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে। দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি রয়েছে। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন।
দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১
নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare