প্রদীপের ‘প্রায়শ্চিত্ত’ মন্তব্যে কি বললেন মমতা?
জানুয়ারি 9, 2025 < 1 min read
প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত সভায় অভিমান ঝরে পড়েছিল প্রবীণ কংগ্রেস নেতা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে বাম-কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের গলায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করার প্রায়শ্চিত্ত আজও করে যাচ্ছে কংগ্রেস। মমতাকে দল থেকে বহিষ্কার করতে না করলেও কংগ্রেসের ওপরমহলের চাপে এই পদক্ষেপ নিতে বাধ্য হন সোমেন মিত্র, এমনটাই বলেন প্রদীপ ভট্টাচার্য।
গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন – “ঠিক বলেছেন”। অতিরিক্ত একটিও শব্দ উচ্চারণ করেননি মমতা।
তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরী যুবনেত্রী মমতার ওপর এতই ক্ষিপ্ত ছিলেন যে সোমেন মিত্রকে তিনি নির্দেশ দিয়েছিলেন তাঁকে বহিষ্কার করার জন্য। পরবর্তী ইতিহাস সকলের জানা। তারপরে আসতে-আসতে মিলিয়ে যায় কংগ্রেস। সেই নিয়েই আক্ষেপ প্রদীপ ভট্টাচার্যের।
7 days ago
1 week ago
1 week ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -1 week ago
1 week ago