দেশ বিভাগে ফিরে যান

আধার কার্ড বাতিল নিয়ে মমতার চিঠি প্রধানমন্ত্রীকে

ফেব্রুয়ারি 19, 2024 | < 1 min read

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা ভোটের আগে হঠাৎ এত লোকের আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সব কাজ করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। মতুয়াদের সবচেয়ে বেশি আধার কার্ড বাতিল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত ৯০০ থেকে ১০০০ জনের আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে।

রাজ্যকে না জানিয়ে ডিএম-কে না জানিয়ে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তিনি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বলেও জানান। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”যেভাবে পরপর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে তার প্রতিবাদ করছি।

এইভাবে কাউকে না জানিয়ে আধার কার্ড বাতিল করার পিছনে ষড়যন্ত্র আছে। লোকসভার আগে যাতে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন, তার প্রচেষ্টা করা হচ্ছে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare