ওষুধের দাম বৃদ্ধি ও স্বাস্থ্য বিমায় জিএসটি আমরা মানব না: মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল 2, 2025 2 min read

ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার বক্তব্যের কিছু অংশ:
আর্থ সামাজিক সবরকম উন্নয়ন করেছে আমাদের সরকার
বিনামূল্যে চিকিৎসা, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, বিনামূল্যে হার্ট অপারেশন এরকম অনেক কাজ আমরা করেছি কারণ স্বাস্থ্যই সম্পদ
স্বাস্থ্য বীমাতেও জিএসটি চালু করেছে কেন্দ্র, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি
গরীব লোকেদের সব কাজ বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, তাহলে কেন রয়েছে কেন্দ্র সরকার?
শুধু ধর্মীয় প্রবণতার নামে নতুন ধর্ম আমদানি করার জন্য?ওদের কাজ কি শুধু দেশ ভাগ আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো?
আমি চাই রামনবমী, অন্নপূর্ণা সব উৎসব শান্তিতে পালন হোক
১৪ তারিখ কালীঘাট স্কাইওয়াক, জগন্নাথ ধাম উদ্বোধন হবে আগামী ২৮ এপ্রিল উদ্বোধন করা হবে
*কেন্দ্রীয় সংস্থা ৭৪৮টি ওষুধের দাম যা গরীব মানুষ কেনে সেটা ১লা এপ্রিল থেকে বাড়িয়ে দিয়েছে.এসব ওষুধ কেনে সাধারণ ও গরীব মানুষ, তাদের চিকিৎসায় এগুলো লাগে, আমি পুরো ঘটনায় বিস্মিত
হার্টের ওষুধ এর দাম বাড়িয়েছে যা ৮০% লোককে খেতে হয়, কোলেস্টেরলের ওষুধের দাম বাড়িয়েছে ৫৭.৯%, ক্যালসিয়াম ওষুধের দাম বেড়েছে ২৮%, এন্টিবায়টিক, অ্যাজমা, গ্যাস্ট্রিক, সহ বিভিন্ন রোগের ওষুধের দামও বাড়িয়েছে
প্যারাসিটামল এর দাম ও বেড়েছে
টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, সেস চালু করে দিয়েছে, সব টাকা কেন্দ্র নিজেরা খাবে
তাহলে কি শুধু বড়লোকদের জন্য সরকার চলবে? সাধারণ মানুষের জন্য না? আমি এর তীব্র প্রতিবাদ করছি, আর অবিলম্বে এটা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি
আগামী ৪-৫ প্রতি ব্লকে ব্লকে ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল মিটিং হবে
কেন্দ্রের এই একতরফা স্বৈরাচারী কাজের জন্য স্বাস্থ্য বিপাকে পড়বে
আর কত টাকা পেলে এদের জুমলাবাজি বন্ধ হবে? নির্বাচন এলে বড় বড় কথা আর হয়ে গেলে সব প্রত্যাহার করে নেবে?
কোথায় যাবে সাধারণ মানুষ? ওষুধের দাম বৃদ্ধি ও স্বাস্থ্য বিমায় জি এস টি আমরা মানব না
কেন বিদেশে গেলে আমাকে হিন্দু কিনা জিজ্ঞেস করা হবে?
কাল রটিয়ে দিয়েছে আমি নাকি ইস্তফা দিয়েছি, আমরা এফ আই আর করেছি
জুমলা পার্টিকে বলব ধর্ম ভালবাসলে সব পুজো সব উৎসব পালন করুন
রমনবমী সবাই শান্তিতে পালন করুক, মানবিক হোন দানবিক নয়
মণিপুরে কোন ঘটনা ঘটলে থামান না
বাংলা বিভাজন মানে না, বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি



