বাংলা বিভাগে ফিরে যান

বড়দিনেই আবাসের টাকা ঢুকবে অ্যাকাউন্টে

নভেম্বর 14, 2024 | < 1 min read

লোকসভা ভোটের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। রাজ্যের প্রায় ১১ লক্ষ ৩২ হাজার গরিব পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বড়োদিনে পেতে পারেন। বুধবার সেই পদক্ষেপের কাউন্টডাউনের খসড়া তৈরি করে পাঠানো হল জেলায় জেলায়। সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে, তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে ২৮ নভেম্বরের মধ্যে।

গ্রাম স্তরে এই তালিকাকে এর পর ১১ ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রাম সভা। ১৩ ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি। ১৬ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। সুতরাং ২৩ ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে। মানে এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মতো যে কোনওদিন তহবিল ছাড়ার ঘোষণা করে দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কথামতোই ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ‌্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তারই প্রস্তুতি চলছে।”কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে তেমনই একটা মাইলফলক তৈরি হতে চলেছে বাংলায়। চ্যালেঞ্জ শুধু একটাই, তা হল উপভোক্তাদের তালিকাকে ত্রুটিমুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare