বাংলা বিভাগে ফিরে যান

কর্মসংস্থানের জন্য বিশেষ পোর্টাল, পাহাড়ের ছেলেমেয়েদের জন্য একাধিক বড় ঘোষণা মমতার

নভেম্বর 13, 2024 | < 1 min read

পাহাড়ের বিভিন্ন জনজাতির উন্নয়ন বোর্ডের কার্যকলাপের উপর রাশ টানলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রিচমন্ড হিলে পাহাড় সফরের দ্বিতীয় দিনে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।আর সেই বৈঠকের পরই আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত উন্নয়ন বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি সেই সব বোর্ডের অডিট, প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটরিং সেল তৈরি করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ওই সেলের চেয়ারম্যান করা হবে জিটিএ’র চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, ভাইস চেয়ারম্যান করা হবে মিরিক পুরসভার প্রশাসক তথা হিল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এলবি রাইকে। এছাড়াও, মনিটরিং কমিটিতে রাখা হবে দুই জেলার জেলাশাসককে।

এছাড়াও, এদিন মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়নে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন। পাহাড়ে ট্রাফিকের সমস্যা সমাধানে অত্যাধুনিক পার্কিংয়ের ব্যবস্থার পাশাপাশি একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণের ছাড়পত্র দিয়েছেন তিনি। যেখানে বিল্ডিংয়ের দুটো তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করা হবে। সেইখানে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী সরাসরি বিক্রি করা যাবে। এছাড়াও পাহাড়ে চারটি স্কিল ডেভলপমেন্টের প্রতিষ্ঠান খোলার কথা জানান মুখ্যমন্ত্রী।যেখানে পাহাড়ের যুবক যুবতীরা তিন মাসের কারিগরি শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবে। পাশাপাশি, পাহাড়ে চা-বাগানের শ্রমিকদের আগামীতে আরও বেশি পাট্টা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। জমি চিহ্নিত হলেই সেই কাজও সংশ্লিষ্ট দফতরের তরফে করা হবে বলে তিনি জানান ৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিক্ষিপ্ত ঘটনা বাদে উপনির্বাচন শান্তিপূর্ণই
FacebookWhatsAppEmailShare
ভাটপাড়ায় বিজেপির গুলিতে খুন তৃণমূল নেতা
FacebookWhatsAppEmailShare
বিজেপির মঞ্চেই ‘চুরি’,মহাগুরু মিঠুনের মানিব্যাগ
FacebookWhatsAppEmailShare