রাজনীতি বিভাগে ফিরে যান

অবশেষে মহারাষ্ট্রে আসন রফা মহা বিকাশ আঘাড়ির

অক্টোবর 24, 2024 | < 1 min read

কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি নেতারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, আসন রফা নিয়ে জট কেটেছে। ২৮৮ বিধানসভা আসনের মধ্যে তিন দলই ৮৫টি করে আসনে লড়াই করবে। বাকি আসনগুলি ছোট জোটসঙ্গীদের দেওয়া হবে।আসন রফা নিয়ে মঙ্গলবার তিনদলের মধ্যে ৬ ঘণ্টার বেশি আলোচনা হয়েছিল। মধ্যরাত পর্যন্ত গড়িয়েছিল বৈঠক। বুধবার ফের শুরু হয় বৈঠক। কংগ্রেস ও উদ্ধবের শিবসেনার মধ্যে আসন-জট কাটাতে আসরে নামতে হয় স্বয়ং শরদ পাওয়ারকে। তারপরই এদিন সন্ধ্যায় ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে উদ্ধবের শিবসেনা। এবং তিন দলের নেতারা সাংবাদিক বৈঠক করেন।

সেখানে তাঁরা জানান, আসন-জট কেটেছে। জোটের প্রধান তিনটি দলই ৮৫টি করে আসনে লড়বে।কত আসনে কোন দল লড়বে, তা নিয়ে তিন দলের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছিল। জানা যায়, উদ্ধব ঠাকরে শিবসেনা ১০০টি আসনে লড়তে চেয়েছিল। কংগ্রেসকে ১০০টি আসন ছাড়তে রাজি হয় তারা। আর শরদ পাওয়ারের এনসিপিকে ৮৮টি আসন দিতে চেয়েছিল। লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে ১২৫টি আসন দাবি করে কংগ্রেস। কয়েকমাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৩০টি জিতেছিল মহা বিকাশ আগাড়ি জোট। তার মধ্যে কংগ্রেস পেয়েছিল ১৩টি আসন। ফলে তারা ১২৫টি আসন দাবি করে।২০ নভেম্বর মারাঠাভূমে নির্বাচন। গণনা ২৩ তারিখ। বিজেপি শাসিত রাজ্যে এবার পালাবদলের ডাক দিয়েছে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপি (শরদ পওয়ার)। এমভিএ জোটের এই তিন মহারথীর সঙ্গে রয়েছে বেশকিছু ক্ষুদ্র দল। ভোটের সমীকরণে তাদের অবস্থানও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার কাছে তৃণমূলে সম্ভাব্য রদবদলের রিপোর্ট পেশ অভিষেকের
FacebookWhatsAppEmailShare
আরজি কর মামলায় শুভেন্দুর দাবিকে চপেটাঘাত প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
আমেরিকায় পালাবদলে উদ্বেগ ইউনুসের, আবার কি জেগে উঠবে বাংলাদেশের আওয়ামী লিগ?
FacebookWhatsAppEmailShare