দেশ বিভাগে ফিরে যান

পদ্ম কাঁটার খোঁচায় কি এবার উল্টে যাবে মহারাষ্ট্রের সরকার?

জুন 23, 2022 | < 1 min read

মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি সরকার গত আড়াই বছর ধরে সরকার চালিয়েছে, কিন্তু আচমকাই ছন্দপতন।

সেই পুরোনো কায়দায় ঘোড়া কেনাবেচা করেতাদের ভিতে আঘাত হেনেছে বিজেপি।

শিবসেনার প্রায় ১২ জন বিধায়ককে সেই পুরনো কৌশলে দল থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।

অঙ্ক বলছে একটু এদিক ওদিক হলেই বিজেপির হাতে চলে যাবে মহারাষ্ট্র।

শিবসেনার বরিষ্ঠ নেতা এবং নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে গত রাত থেকে দলের সঙ্গে আর যোগাযোগ রাখেননি; তাতেই এই সম্ভাবনা জোরালো হয়ে গিয়েছে।

তাঁর সঙ্গ দিয়েছেন আরও কিছু এমএলএ সহ কিছু অন্য ছোট ছোট দলের বিধায়কও।

২০১৪ য় ক্ষমতায় আসার পর থেকে সরকার ফেলায় বিজেপির জুড়ি মেলা ভার। কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশর পর এবার কি তাহলে মহারাষ্ট্রের পালা?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare