দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা

জুলাই 18, 2024 | < 1 min read

এক মাসের মাথায় আবার ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেসের প্রায় ১০-১২টি কামরা। চণ্ডীগড় থেকে ডিব্ৰুগড় যাওয়ার পথে দুর্ঘটনা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি (15904)। বৃহস্পতিবার দুপুরে ২.৩০ নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকুল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ২ জন নিহত, আরো বেশ কয়েকজনের মৃত্যুর আশংকা। আহত হয়েছেন প্রায় ২৫ জন।

এদিন দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা আর তার পরক্ষণেই দুর্ঘটনা। একাধিক এসি কামরা লাইনচ্য়ূত। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ।

গত ১৭ জুন উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভোটার খারাপ ফলাফলের পর একের প এক ট্রেন দুর্ঘটনা বাজেট অধিবেশনের আগে ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে মোদী সরকারের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare