দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা আইন সংবিধান সম্মত, রায় সুপ্রিম কোর্টের

নভেম্বর 6, 2024 | < 1 min read

উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলি বৈধ এবং সাংবিধানিক৷ ২০০৪ সালের উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইনের সাংবিধানিক বৈধতাকে বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ খারিজ হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের রায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিল, আইনটি ধর্মনিরপেক্ষতার নীতির লঙ্ঘন করেছে বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা ঠিক নয়। উত্তরপ্রদেশে মাদ্রাসা আইন নিয়ে প্রশ্ন তুলে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। সেই মামলার ভিত্তিতে মাদ্রাসা আইন বাতিল করে দিয়েছিল এলাহাবাদ উচ্চ আদালত।

এবার উচ্চ আদালতের রায় খারিজ করল শীর্ষ আদালত। এর ফলে স্বস্তি পেল যোগী রাজ্যের ১৬ হাজার মাদ্রাসা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সালে মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশে ‘মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’ চালু করেছিলেন। পরবর্তীকালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হলে মাদ্রাসাগুলিতে বিদেশি অনুদান আসছে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করেন। সেই আবহেই মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে চলতি বছর মার্চ মাসে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম রায়দানের পর স্পষ্ট হয়ে গেল উত্তরপ্রদেশে চালু থাকবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রেলের সুপার অ্যাপেই সমস্ত পরিষেবা পাবেন যাত্রীরা
FacebookWhatsAppEmailShare
রেশনে চাল-গম দিতে সরকারের কত টাকা খরচ হচ্ছে, এবার থেকে লেখা থাকবে গ্রাহকদের স্লিপে
FacebookWhatsAppEmailShare
সব ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না সরকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare