চাবাগান শ্রমিকদের বিক্ষোভের মুখে মাদারিহাটের বিজেপি প্রার্থী
উপনির্বাচনের দিন আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। বিধানসভা কেন্দ্রের এবং খেটে খাওয়া মানুষের জন্য কোনরকম উন্নয়নমূলক কাজ করেনি বিজেপি, এমন অভিযোগেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী।
আজকের বিধানসভা উপনির্বাচনের জন্য নির্ধারিত ৬ কেন্দ্রের মধ্যে ২০২১ সালের ভোটে ৫টিতেই জয়লাভ করেছিল তৃণমূল। শুধুমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। বর্তমান বছরের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন বিজেপির মনোজ টিগ্গা।
সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন চললেও বিজেপি প্রার্থী রাহুল লোহরকে দেখে ফুঁসে ওঠেন স্থানীয় মানুষ, যারা সবাই চা বাগানে কর্মরত। সারা বছর মনোজ টিগ্গাকে দেখা যায়নি কেন, কেন হয়নি বিধায়ক তহবিল থেকে কোনো উন্নয়নমূলক কাজ – এই অভিযোগে পদ্ম প্রার্থী রাহুল লোহারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
রাহুল লোহার মাদারিহাট অঞ্চলের প্রাক্তন সিটু নেতা তারকেশ্বর লোহারের পুত্র, যে তারকেশ্বরের বিরুদ্ধে উঠেছিল বীরপাড়ার দলগাঁও চাবাগানের শ্রমিকদের ওপর অত্যাচার করার অভিযোগ, যার পর ২০০৩ সালে তার বাড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ চা শ্রমিকরা।
“কেন দেখতে পাওয়া যায়না সারা বছর?”, অভিযোগ করছেন চা শ্রমিকরা। দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকার পর অবশেষে ছাড়া পান বিজেপি প্রার্থী।