দুর্গোৎসব ২০২২ বিভাগে ফিরে যান

থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে শোলাশিল্প

সেপ্টেম্বর 28, 2022 | < 1 min read

দুর্গাপুজোর আগে প্রতিমার অলঙ্কার তৈরি করতে ব্যস্ত থাকতেন কোচবিহারের ভেটাগুড়ির শোলাশিল্পীরা। পুজো কমিটিগুলোর চাহিদা পূরণের জন্য দিন রাত এক করে কাজ করতে হত এই শিল্পীদের। কিন্তু এখন আর ভেটাগুড়ির শোলাশিল্পীদের মধ্যে পুজোর আগে কোথায় সেই ব্যস্ততা? কারণ, আধুনিক যুগে থিম পুজোর হিড়িকে সময়ের গতিতে হারিয়ে যেতে বসেছে শোলার কদর।

তাই পুজোতে তেমন আর শোলার গয়না তৈরির বরাত আসে না। আগে একজন শিল্পী দুর্গাপুজোয় যেখানে ১০০ থেকে ১৫০টি প্রতিমার গয়না তৈরি করতেন এবার সেখানে গড়ে অর্ডার পেয়েছেন চার-পাঁচটি করে। হাতে কাজ না থাকায় অন্য পেশায় যুক্ত হয়েছেন অনেকেই। ক্রমশ উৎসাহ হারাচ্ছেন শিল্পীরা। রাজ্য সরকারের সহযোগিতা না পেলে এই শিল্পের পুনরুজ্জীবন অসম্ভব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
FacebookWhatsAppEmailShare
বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারে বার্লিন পাড়ি বাংলার
FacebookWhatsAppEmailShare
শিল্পীরা ব্রাত্যই থাকলেন দুর্গা পুজো কার্নিভালে
FacebookWhatsAppEmailShare