দেশ বিভাগে ফিরে যান

লোকসভার প্রোটেম স্পিকার বিতর্কে নয়া ‘চাল’ বিরোধীদের

জুন 23, 2024 | < 1 min read

সোমবার শুরু হতে চলা অষ্টাদশ লোকসভায় ঢোকার মুহূর্ত থেকেই বিরোধিতার মুখোমুখি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার।লোকসভার অস্থায়ী বা অন্তর্বর্তী স্পিকারকে সহায়তা করার জন্য গঠিত বিরোধীদের প্যানেল প্রতিবাদস্বরূপ কোনও সাহায্য করবে না।

কংগ্রেস সহ ইন্ডিয়া জোট চেয়েছিল আটবারের সাংসদ কে সুরেশকে প্রোটেম স্পিকার করা হোক। কারণ সংসদীয় রীতিতে এই প্রথাই চালু আছে যে, প্রোটেম স্পিকার বিরোধী শিবির থেকে করা হয়। বিজেপি সেই প্রথা ভেঙে নিজেদের শিবিরের মহতাবকে প্রোটেম স্পিকার করে সংসদ বসানোর উদ্যোগ নিয়েছে।

ইন্ডিয়া জোট শরিক ডিএমকে-র টিআর বালু, কংগ্রেসের কে সুরেশ এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গঠিত প্যানেল বিজেপির ঠিক করা প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের সঙ্গে অসহযোগিতা করবে।বিজেপির ‘রীতি ভাঙার’ প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare