বাংলা বিভাগে ফিরে যান

লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপির বিক্ষুব্ধদের গোপন বৈঠক

মার্চ 8, 2022 | < 1 min read

ঙ্গ–বিজেপির অন্দরে অশান্তি চরমে, আরও স্পষ্ট হল ফাটল। দলের আদি বিক্ষুব্ধ শিবিরের নেতাদের সঙ্গে আজ, সোমবার গোপন বৈঠক করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কারণ চিন্তন বৈঠকে মুখ খোলার পরই তাকে সাইড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বৈঠকে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু এবং সমীরণ পাল। রাজ্য বিজেপির পাল্টা একটি কমিটি তৈরির কথা ভাবছেন তারা। সেই কমিটির কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে।


এরই মাঝে বিজেপির শীর্ষ দুই মহিলা নেত্রীর মধ্যে সংঘাত চরমে উঠেছে বলে সূত্রের খবর। দুই প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পর থেকেই বিজেপির এই জোড়া ‘সেলিব্রিটি’র ঠান্ডা লড়াই শিরোনামে উঠে এসেছে। লকেট রয়েছেন মূলত পুরনো নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে। অন্যদিকে, সুকান্ত–অমিতাভ গোষ্ঠী ‘কাছের’ নেত্রী অগ্নিমিত্রা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব যদি হস্তক্ষেপ না করে তাহলে বঙ্গ–বিজেপি ভেঙে দু’‌টুকরো হয়ে যাবে।
তবে এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও কথাও বলতে নারাজ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare