বাংলা বিভাগে ফিরে যান

জগদ্ধাত্রী পুজোয় সারারাত চলবে লোকাল ট্রেন

অক্টোবর 30, 2022 | < 1 min read

চন্দননগরগামী মানুষের সুবিধার্থে এহেন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কতৃপক্ষ। হাওড়া শাখায় ৬ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে – ৫ জোড়া হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে ও ১ জোড়া হাওড়া ও বর্ধমানের মধ্যে।

সূচি: হাওড়া-বর্ধমান

হাওড়া থেকে মেন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১:১৫-এ। ট্রেনটি বর্ধমান পৌঁছবে ভোর–রাত ৩:৫০-এ। এই ট্রেন ১লা থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত নয়া সূচি মেনে চলবে। আর এই ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে রাত ২:২০-তে। আবার বর্ধমান থেকে ডাউন ট্রেন ছাড়বে রাত ১০:৩০-এ। যা হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১টায়। এটা চলবে ৩১শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত।

সূচি: হাওড়া-ব্যান্ডেল

হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫:২০, সন্ধ্যা ৭:৫৫, রাত ৮:৩৫, রাত ১১:৩০ এবং রাত ১২:৩০-এ। ৩১শে অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত এভাবেই চলবে ট্রেনগুলি। ব্যান্ডেল থেকে ডাউনে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬:৩৫, রাত ৯:২০, রাত ৯:৫৫, রাত ১টা এবং রাত ২টোয়।

জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন হাওড়া–ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে শুধু ৪ঠা নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২:৩৫-এ। আর ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪টের সময় একটি ট্রেন ছাড়বে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare
উৎসবের আবহে ফের করোনা-আতঙ্ক
FacebookWhatsAppEmailShare
বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
FacebookWhatsAppEmailShare