এবার ডাক্তারি পরীক্ষার লাইভ স্ট্রিমিং, স্বচ্ছতা আনতে কড়া নবান্ন
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে পরীক্ষায় টোকাটুকি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মাথায় রেখে একটি কমিটি গঠন করা হয়। গত ৩০ অক্টোবর সেই কমিটি বৈঠক করে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় ১৩টি এসওপি তৈরি করেছে বলে জানা যাচ্ছে। রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজে পরীক্ষা চলাকালীন লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়।
নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে যে সিসিটিভি রয়েছে, তার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে নজরদারি চলবে।প্রশ্নপত্র যে পরীক্ষাকেন্দ্রগুলিতে পাঠানো হবে। খাতা বিলি করে দেওয়ার আগে কোনও ভাবেই যাতে ফাঁস না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।পরীক্ষার খাতায় কারও নাম উল্লেখ থাকে না। থাকবে শুধু বারকোড এবং কোড নম্বর। শুধু তাই নয়, টোকাটুকি বা অনিয়ম করলে সঙ্গে সঙ্গে অভিযুক্তের খাতা বাতিল হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীরা কী নিয়ে ঢুকছেন, তা খতিয়ে দেখা হবে। ঘরে ঢুকে যদি দেখা যায় কেউ অনিময় করছেন, টোকাটুকি করছেন বা মোবাইল নিয়ে ঢুকেছেন, সঙ্গে সঙ্গ অভিযুক্তদের খাতা বাতিল করা হবে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর তরফে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল ৷ অভিযোগ শুনে রীতিমতো অবাক হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ বৈঠকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেছিলেন, “অনেকের খাতা যদি ঠিক করে দেখা হয়, তাহলে দেখা যাবে ১০ পাওয়ারও যোগ্য নন তাঁরা ৷” সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন পরীক্ষা হলে টোকাটুকি করলে তখনই উত্তরপত্র বাতিল করা হবে ৷ সেই সংক্রান্ত নির্দেশিকা এবার প্রকাশ করল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ৷ আগামী মাস থেকেই জুনিয়র চিকিৎসকদের পরীক্ষা শুরু হবে ৷