বাংলা বিভাগে ফিরে যান

বাজি পোড়ানোর আগে কি সুরক্ষা অবলম্বন করা প্রয়োজন

অক্টোবর 25, 2022 | < 1 min read

দীপাবলি ভাইফোঁটায় নিজের প্রিয়জনদের সঙ্গে বাজি ফাটানোর আগে কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত।

১) বাজি ধরানোর আগে এক বালতি জল পাশে রাখুন।

২) আগুনের ফুলকি লাগলে, সেই মুহূর্তে ওই জায়গায় জল দিন। এতে ফোস্কা পড়ার আশঙ্কা অনেকটা কমবে।

৩) সঙ্গে রাখুন ব্যান্ড এড, তুলো, গজ, পোড়ার মলম, ব্যথার ওষুধ এবং ব্যান্ডেজ।

৪) চোখে আগুনের ফুলকি লাগলে তৎক্ষণাৎ ঠান্ডা জলের ঝাপটা দিন। সুতির নরম কাপড় দিয়ে চোখ মুছে নিন। অস্বস্তি বাড়লে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৫) সুতির পোশাক পরুন, সিল্ক, শিফন, জর্জেট নয়। শাড়ি, ওড়না, পাঞ্জাবি, পাজামা জাতীয় পোশাক এড়িয়ে চলুন। জুতো পড়ে থাকুন।

৬) মুখ-নাক ঢাকা মাস্ক, চোখে প্রটেক্টর গ্লাস ব্যবহার করুন

৭) তারাবাজির ক্ষেত্রে লোহার স্টিক বা লাঠি ব্যবহার করুন, নিষিদ্ধ শব্দবাজি ক্রয় করবেননা

৮) নিকটবর্তী হাসপাতাল-চিকিৎসকের নম্বর কাছে রাখুন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare