কলকাতা বিভাগে ফিরে যান

মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের

অক্টোবর 28, 2024 | < 1 min read

জুনিয়র বনাম জুনিয়রদের প্রকাশ্য লড়াইটা শুরু হয়ে গিয়েছিল গত সপ্তাহে। শনিবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণ কনভেনশনের সময়ই আত্মপ্রকাশ করে জুনিয়রদের আরেকটি সংগঠন – ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ‘থ্রেট কালচারে’র অভিযোগ রয়েছে। কলকাতা হাই কোর্ট তাঁদের পাশে দাঁড়িয়ে জানিয়েছিল, এখনই সাসপেন্ড করা যাবে না। এর পরই তাঁরা দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের পালটা দুষে সংগঠনের ঘোষণা করে।

এবার সেই সংগঠন ৮ দফা দাবিতে চিঠি দিল মুখ্যসচিব মনোজ পন্থকে। তাতে মূল দাবি, ‘অভয়া’র নামে অনৈতিকভাবে যে টাকা তোলা হয়েছে, তার উৎস কী জানানো হোক এবং তার অডিট হোক। মুখ্যসচিবকে মেল করে তাঁরা এও দাবি করেছেন, থ্রেট কালচারের নামে কোনও জুনিয়র ডাক্তারকে রাজনৈতিক মদতপুষ্ট তদন্ত কমিটির দ্বারা যাতে বহিষ্কার না করা হয়। ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে এবং দেখা যায় নির্দিষ্ট কলেজের অধ্যক্ষ বা এমএসভিপি কেউ এতে জড়িত তাহলে তাঁকে যেন কড়া শাস্তি দেওয়া হয়। এছাড়া রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তাও খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare
জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র
FacebookWhatsAppEmailShare
ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র
FacebookWhatsAppEmailShare