NEWSZNOW বাংলা

১৭ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

খবর বিভাগে ফিরে যান

ভ্রমণে চলুন এমন ৫ দেশে, যেখানে ভারতের টাকার মূল্য বেশি

এপ্রিল 6, 2025 3 min read

কম খরচে বিদেশ ঘুরতে চান? উপায় বাতলাতে গিয়ে কেউ বলবেন, সস্তার হোটেল খুঁজতে। কেউ পরামর্শ দেবেন পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়াতে। আবার কেউ বলবেন, দল বেঁধে গেলে খরচ কমবে। এর কোনওটাই ভুল নয়। তবে তুলনামূলক কম খরচে ঘুরতে হলে এমন দেশে যেতে হবে, যেখানে ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি।

ভিয়েতনাম: পাহাড়ি ধাপে বিস্তৃত ধান চাষের ক্ষেত্র, সাগর-পাহাড়ের মেলবন্ধন, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ভাসমান বাজার— সব মিলিয়ে পর্যটক মহলে ভিয়েতনামের আকর্ষণ বেশ ভালোই। হা লং বে— এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অসংখ্য মন্দির, স্থাপত্য, অসাধারণ ভাস্কর্যশিল্প নিয়েই এই দেশ। এই দেশের মুদ্রা ডং। ভারতের ১টাকা ভিয়েতনামের ২৯৫ ডংয়ের সমতুল্য। ভিয়েতনামে এক কাপ চায়ের দাম ৩০০০ থেকে ৫০০০ ডং হলে ভারতীয় মুদ্রায় খরচ পড়বে ১০-১৫ টাকা। ফলে হাতে হাজার ৫০,০০০ টাকা থাকলে আর ঠিক করে পরিকল্পনা করলে এই দেশে ঘোরা বিশেষ কঠিন হবে না। ভিয়েতনামের বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা হল হ্যানয়, হো চি মিন সিটি, হা লং বে, সাপা, হই আন।

লাওস: গহীন অরণ্য, সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলরাশি, পাহাড়ের মাথায় মন্দির— যে সব ছবি ক্যালেন্ডারের পাতায় আমরা দেখি, ঠিক সেই সিনারী চোখের সামনে ফুঁটে উঠবে লাওসের লুয়াং প্রাবাংয়ে গেলে। পুরনো মন্দিরের অপূর্ব ভাস্কর্য এই স্থানকে দেশের বাকি প্রান্তের চেয়ে আলাদা করেছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে লুয়াং প্রাবং। লাওসের কারেন্সী কিপ। ভারতের ১ টাকা দিলে পাওয়া যাবে লাওসের ২৫০ কিপ। এই দেশ যদি পছন্দের তালিকায় থাকে, তা হলে ফিক্সড ডিপোজিট না ভেঙে ঘোরা সম্ভব।

কম্বোডিয়া: ইতিহাসের বইতে পড়া আঙ্কোর ভাট, আঙ্কোর থাম মন্দির দেখতে চান? তাহলে যেতে হবে কম্বোডিয়া। ভারতীয় ১টাকায় কম্বোডিয়ার ৪৯ রিয়েল। ফলে অতিরিক্ত খরচসাপেক্ষ নয় এই দেশে ঘোরাও। সৈকত, মন্দির, ইতিহাস, সংস্কৃতির টানে এ দেশে ঘোরাই যায়। ঐতিহাসিক স্থানের মধ্যে ঘুরে নেওয়া আঙ্কোর ভাট ছাড়াও ঘুরে আসতে পারেন তুওল স্লেং জেনোসাইড মিউজ়িয়াম। সমুদ্র সৈকতের মধ্যে জনপ্রিয় ইন্ডিপেন্ডেন্স বিচ, অট্রেস বিচ।

ইন্দোনেশিয়া: বালি, জাকার্তা ইন্দোনেশিয়ার খুব জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ভারতের ১ টাকায় ইন্দোনেশিয়ার ১৯১ রুপাইয়া পাওয়া যায়। মন্দির, সাগর, পাহাড়, ধানক্ষেত— সব মিলিয়েই এই দেশের সৌন্দর্য। ভারত থেকে যে সমস্ত দেশে পর্যটনের চল বেশি, তার মধ্যে ইন্দোনেশিয়া একটি। উলুয়াতু মন্দির, কুটা সৈকত, নুসা পেনিদা, উবুদ এই দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

উজ়বেকিস্তান: মধ্য এশিয়ার এই দেশে এখন বেড়াতে যাচ্ছেন অনেক ভারতীয়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানকার স্থাপত্য, ভাস্কর্য প্রশংসনীয়। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ঐতিহাসিক সৌধের টানে সমরকন্দ, খিভা, বুখারায় ঘুরতে আসেন পর্যটকেরা। সমরকন্দে আছে গর-ই-আমির মুসোলিয়াম, শাহ-ই-জিন্দা, খিভায় রয়েছে ওল্ড সিল্করুটের জনপদ। উজবেকিস্তানের মুদ্রা সোম। ভারতীয় ১ টাকায় বিনিময়ে এই দেশের ১৪৬ সোম মেলে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরাই! দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে

FacebookWhatsAppEmailShare

যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব, কারও চাকরি যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

FacebookWhatsAppEmailShare

রক্তাক্ত শেয়ার বাজার,একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্সের সূচক

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...