বাঁশের ডগায় ডেঙ্গুর চাষ
মণ্ডপের বাঁশে ডেঙ্গুর বাস। দুমাসও বাকি নেই পুজোর, মণ্ডপ বাঁধা শুরু হয়ে গেছে অনেক জায়গায়। মণ্ডপের বাঁশের ডগায় জমছে বর্ষার জল। সেই জলেই জন্মাচ্ছে ডেঙ্গাসুর।
এই ডেঙ্গাসুর নিধনই এখন মাথাব্যথা কলকাতা পুরসভার। পুরসভার কর্মীরা হাতের নাগালে থাকা সমস্ত জমা জলে ব্লিচিং ছড়িয়ে ডেঙ্গু মশার লার্ভা মারলেও, নির্মীয়মান মণ্ডপের মাথায় চড়ে বাঁশের ডগায় ব্লিচিং ছড়ানো তাদের পক্ষে অসম্ভব। শরতের নীল আকাশে, পেজা তুলোর মেঘে ভেসে, মা দূর্গা কবে ডেঙ্গাসুর নিধন করবেন সেই অপেক্ষায় বাঙালি।